যাঁর কোন বন্ধু নেই, তাঁর পক্ষেই ‘প্রকৃত সাংবাদিক’ হওয়া সহজ
- আপডেট সময় : ০৮:৩১:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩ ১৯৬ বার পড়া হয়েছে

বন্ধুগণ,উপরের কথাগুলো ভারতের প্রখ্যাত সাংবাদিক আবদুল কাইয়ুমের। তাঁর এই কঠিন উক্তির পর জানিনা এখনও ‘প্রকৃত সাংবাদিক’ হতে পেরেছি কিনা এবং আদৌ এটি বাস্তবে কখনও সম্ভব কিনা? তবে সাংবাদিকতা পেশাতে নাম লিখিয়ে গত ২৭ বছর ধরে লেখালেখি আর টকশো’র মাধ্যমে আমি গৌরাঙ্গ দেবনাথ অপু প্রতিনিয়তই যে অগণিত ‘শত্রু’ তৈরী করেছি এবং দিনদিন বাড়িয়েই চলেছি, সেটি কিন্তু হাঁড়ে হাঁড়ে ঠিকই টের পাচ্ছি।
আবার কেউ কেউ এমনও বলেন,”যখন দেখবেন আপনার শত্রু বাড়ছে এবং আপনি সমালোচিতও হচ্ছেন, তখন বুঝে নিবেন- আপনি একদম সঠিক পথেই হাঁটছেন।”
তবে সবচেয়ে প্রণিধানযোগ্য ও বহুল আলোচিত কথাটি বলেছেন সর্বজন শ্রদ্ধেয় ভারতের সাবেক রাষ্ট্রপতি এপিজে আবুল কালাম আজাদ।
তিনি বলেছেন,”শত্রু বানাতে ঝগড়া করতে হয়না। ভালো কাজ করবেন, তাহলেই দেখবেন, আপনার ‘শত্রু’ এমনিতেই তৈরী হয়ে যাবে।”
বন্ধুগণ,
আর আমি একজন মফস্বলের ক্ষুদ্র সংবাদকর্মী হিসেবে মনে করি, ‘সদা সত্য ও ন্যায়ের পথে চললে, আপনার শত্রুতা বাড়বেই, বিপদ আসবেই। তবে সর্বদা নিজের বিবেকের আদালতে পরিষ্কার থাকুন। তাহলে, আপনাকে নিয়ে কে কি বললো, কে কি লিখলো, তাতে দৃষ্টি দেবেন না, কর্ণপাতও করবেন না। কারণ, মিথ্যে অপবাদে আপনার কিচ্ছু যায় আসবে না।’
কারণ, আমি বিশ্বাস করি, আপনি সৎ পথে সঠিক থাকলে, সাময়িক কষ্ট পাবেন। তবে শেষ হাসিটা আপনিই হাসবেন।
কারণ আমরা সবাই জানি- “রাখে আল্লাহ, মারে কে?
সুতরাং সৎ, স্বজ্জন, নীতিবান, আদর্শবান ও সৃষ্টিশীল প্রকৃত ভালো মানুষদেরকে যিনি সৃষ্টি করেছেন, সেই মহান সৃস্টিকর্তাই তাঁর প্রিয় মানুষগুলোকে বারবার রক্ষা করে থাকেন। সবার মঙ্গল হোক।সুসাংবাদিকতার জয় হোক।।
লেখক:গৌরাঙ্গ দেবনাথ অপু সিনিয়র রিপোর্টার প্রতিদিনের বাংলাদেশ।

















