সংবাদ শিরোনাম ::
শাহজাদপুরে আওয়ামীলীগের সাবেক দুই এমপির বিরুদ্ধে চাঁদাবাজি মামলা বেলকুচিতে দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ  শাহজাদপুরে অটোবাইক ছিনতাই চক্রের ৬ জন আটক ৭ নভেম্বর না আসলে বাংলাদেশ বিলীন হয়ে যেত: বাউবি উপাচার্য বেলকুচির সেন ভাঙ্গাবাড়ী বাজার মসজিদের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন “জয় বাংলা” স্লোগান দেওয়ায় সাবেক পিপি-কে গণপিটুনি, পুলিশে সোপর্দ উলিপুরে শিক্ষকদের বিরুদ্ধে ভোট কেন্দ্র মেরামতের টাকা আত্নসাতের অভিযোগ খাজা শাহ্ এনায়েতপুরী (রহ:) এর ১১০ তম ওরছ শরীফের দাওয়াত পত্র বিতরণ  রাজশাহীর মাঠে স্পীড স্কেটিংয়ে বগুড়ার স্কেটারদের ৩টি স্বর্ণপদক সহ ৮ পদক অর্জন এনায়েতপুরে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি উপলক্ষে আলোচনা সভা

বিএনপি-জামায়াত নির্বাচন বানচাল করতে আসলে জনগণই তা রুখে দেবে-যশোরে এমপি নাবিল 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪২:৪৪ অপরাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০২৩ ১৫০ বার পড়া হয়েছে

জেমস আব্দুর রহিম রানা: যশোর-৩ আসনের সংসদ সদস্য (এমপি) কাজী নাবিল আহমেদ বলেছেন, দেশের জনগণ নৌকা মার্কায় ভোট দিয়ে আবারো শেখ হাসিনাকে ক্ষমতায় আনবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১০ বছরে দেশে ব্যাপক উন্নয়ন করেছেন। দেশে মেগা প্রকল্প বাস্তবায়ন হয়েছে। বহুদিনের প্রত্যাশিত পদ্মা সেতু আমরা পেয়েছি। যার ফলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ এখন খুব সহজেই রাজধানী ঢাকাতে যেতে পারছে। ব্যবসা-বাণিজ্যে গতি এসেছে। তারপরও আসন্ন নির্বাচনকে সামনে রেখে বিএনপি ষড়যন্ত্র করছে। বিএনপি-জামায়াতসহ স্বাধীনতা নির্বাচন বানচাল করতে চাইলে সরকারের উন্নয়ন উপকারভোগীরাই তা প্রতিরোধ করবে। রুখে দেবে এদেশ জম্মের সাথে যাদের রক্ত মিশে আছে।

আজ শনিবার (২১ অক্টোবর) বিকেলে স্থানীয় টাউনহল ময়দানে যশোর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে সামাজিক নিরাপত্তা বেষ্টনী, নারী ও শিশুদের উন্নয়ন এবং বিভিন্ন পেশাজীবীর দক্ষতা ও সামর্থ্য বৃদ্ধিতে বর্তমান সরকার গৃহীত নানাবিধ প্রকল্পের মাধ্যমে প্রত্যক্ষ উপকারভোগীদের নিয়ে আয়োজিত ‘প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

উপজেলা নির্বাহী অফিসার অনুপ দাশের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার, পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, সদর উপজেলা চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, পৌরসভার মেয়র হায়দার গণি খান পলাশ প্রমুখ। এছাড়া জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মেহেদি হাসান মিন্টু ও সাংগিঠনিক সম্পাদক এসএম আফজাল হোসেনসহ উপকার ভোগিদের মধ্যে অনেকেই আলোচনায় অংশগ্রহণ করেন।

প্রধান অতিথি আরও বলেন, বর্তমান সরকারের সময়কালে যশোরে ২০০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন নির্মাণ, মেডিকেল কলেজ স্থাপন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রভূত উন্নয়ন, শেখ হাসিনা আইটি পার্ক নির্মাণ, ভৈরব নদের সংস্কার প্রভৃতি উন্নয়ন কর্মকাণ্ডের উদাহরণ টেনে যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ বলেন, আওয়ামী লীগ সরকার থাকলে দেশে উন্নয়ন হয়। মানুষের সামাজিক নিরাপদ বেষ্টনী শক্তিশালী হয়। দেশে শিক্ষার হার বাড়ে, মাতৃমৃত্যুহার রোধ হয়, বয়স্কভাতা, বিধবা ভাতা ও মুক্তিযোদ্ধারা ভাতাপ্রাপ্ত হন।

তিনি বিএনপি-জামায়াতের দুঃশাসনের ফিরিস্তি তুলে ধরে বলেন, বর্তমানে কারা ষড়যন্ত্র করছে- তারা হচ্ছে বিএনপি ও জামায়াত। কেনোনা এরা বাংলাদেশের স্বাধীনতা এখনো মেনে নেয়নি। তারা পাকিস্তানের প্রেতাত্মা। আমি ২০০১-২০০৬ সালের নারকীয় কর্মকাণ্ড ভুলিনি, ভোলা যায় না। দেশব্যাপী সিরিজ বোমা, গ্রেনেড হামলা, বাংলা ভাইয়ের উত্থান, বিদ্যুৎ চাইতে গিয়ে কানসাটে গুলি, সার চাইতে গিয়ে ১৮ কৃষকের প্রাণহানির কথা দেশবাসী ভুলতে পারে না।

তিনি বলেন, ২০০৪ সালের নির্বাচন বানচাল করতে তারা প্রায় তিন হাজার সরকারি অফিসে আগুন দেয়, চলন্ত বাসে আগুন দিয়ে মানুষ হত্যা কেরছে, ঘুমন্ত মানুষকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করেছে, ট্রেন লাইন উপড়ে ফেলেছে, গাছ কেটে রাস্তায় ব্যারিকেড দিয়েছে। তাদের সেই নাশকতা দেশবাসী কখনোই ভুলবে না।

দলীয় কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আওয়ামী লীগের প্রত্যেক নেতাকর্মী ঐক্যবদ্ধ থাকলে কোনো শক্তি নেই যারা দেশে নাশকতা করতে পারে। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আাগমী নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। এতে জনগণ স্বতস্ফূর্ত অংশগ্রহণ করবে। আমরা বিশ্বাস করি, দেশের মানুষ ফের আওয়ামী লীগের মার্কা নৌকাকে বিজয়ী করবে। তারা জননেত্রী মেখ হাসিনাকে আবারো দেশের প্রধানমন্ত্রী বানিয়ে দেশের অভূতপূর্ব উন্নয়নকে এগিয়ে নেবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিএনপি-জামায়াত নির্বাচন বানচাল করতে আসলে জনগণই তা রুখে দেবে-যশোরে এমপি নাবিল 

আপডেট সময় : ১১:৪২:৪৪ অপরাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০২৩

জেমস আব্দুর রহিম রানা: যশোর-৩ আসনের সংসদ সদস্য (এমপি) কাজী নাবিল আহমেদ বলেছেন, দেশের জনগণ নৌকা মার্কায় ভোট দিয়ে আবারো শেখ হাসিনাকে ক্ষমতায় আনবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১০ বছরে দেশে ব্যাপক উন্নয়ন করেছেন। দেশে মেগা প্রকল্প বাস্তবায়ন হয়েছে। বহুদিনের প্রত্যাশিত পদ্মা সেতু আমরা পেয়েছি। যার ফলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ এখন খুব সহজেই রাজধানী ঢাকাতে যেতে পারছে। ব্যবসা-বাণিজ্যে গতি এসেছে। তারপরও আসন্ন নির্বাচনকে সামনে রেখে বিএনপি ষড়যন্ত্র করছে। বিএনপি-জামায়াতসহ স্বাধীনতা নির্বাচন বানচাল করতে চাইলে সরকারের উন্নয়ন উপকারভোগীরাই তা প্রতিরোধ করবে। রুখে দেবে এদেশ জম্মের সাথে যাদের রক্ত মিশে আছে।

আজ শনিবার (২১ অক্টোবর) বিকেলে স্থানীয় টাউনহল ময়দানে যশোর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে সামাজিক নিরাপত্তা বেষ্টনী, নারী ও শিশুদের উন্নয়ন এবং বিভিন্ন পেশাজীবীর দক্ষতা ও সামর্থ্য বৃদ্ধিতে বর্তমান সরকার গৃহীত নানাবিধ প্রকল্পের মাধ্যমে প্রত্যক্ষ উপকারভোগীদের নিয়ে আয়োজিত ‘প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

উপজেলা নির্বাহী অফিসার অনুপ দাশের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার, পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, সদর উপজেলা চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, পৌরসভার মেয়র হায়দার গণি খান পলাশ প্রমুখ। এছাড়া জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মেহেদি হাসান মিন্টু ও সাংগিঠনিক সম্পাদক এসএম আফজাল হোসেনসহ উপকার ভোগিদের মধ্যে অনেকেই আলোচনায় অংশগ্রহণ করেন।

প্রধান অতিথি আরও বলেন, বর্তমান সরকারের সময়কালে যশোরে ২০০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন নির্মাণ, মেডিকেল কলেজ স্থাপন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রভূত উন্নয়ন, শেখ হাসিনা আইটি পার্ক নির্মাণ, ভৈরব নদের সংস্কার প্রভৃতি উন্নয়ন কর্মকাণ্ডের উদাহরণ টেনে যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ বলেন, আওয়ামী লীগ সরকার থাকলে দেশে উন্নয়ন হয়। মানুষের সামাজিক নিরাপদ বেষ্টনী শক্তিশালী হয়। দেশে শিক্ষার হার বাড়ে, মাতৃমৃত্যুহার রোধ হয়, বয়স্কভাতা, বিধবা ভাতা ও মুক্তিযোদ্ধারা ভাতাপ্রাপ্ত হন।

তিনি বিএনপি-জামায়াতের দুঃশাসনের ফিরিস্তি তুলে ধরে বলেন, বর্তমানে কারা ষড়যন্ত্র করছে- তারা হচ্ছে বিএনপি ও জামায়াত। কেনোনা এরা বাংলাদেশের স্বাধীনতা এখনো মেনে নেয়নি। তারা পাকিস্তানের প্রেতাত্মা। আমি ২০০১-২০০৬ সালের নারকীয় কর্মকাণ্ড ভুলিনি, ভোলা যায় না। দেশব্যাপী সিরিজ বোমা, গ্রেনেড হামলা, বাংলা ভাইয়ের উত্থান, বিদ্যুৎ চাইতে গিয়ে কানসাটে গুলি, সার চাইতে গিয়ে ১৮ কৃষকের প্রাণহানির কথা দেশবাসী ভুলতে পারে না।

তিনি বলেন, ২০০৪ সালের নির্বাচন বানচাল করতে তারা প্রায় তিন হাজার সরকারি অফিসে আগুন দেয়, চলন্ত বাসে আগুন দিয়ে মানুষ হত্যা কেরছে, ঘুমন্ত মানুষকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করেছে, ট্রেন লাইন উপড়ে ফেলেছে, গাছ কেটে রাস্তায় ব্যারিকেড দিয়েছে। তাদের সেই নাশকতা দেশবাসী কখনোই ভুলবে না।

দলীয় কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আওয়ামী লীগের প্রত্যেক নেতাকর্মী ঐক্যবদ্ধ থাকলে কোনো শক্তি নেই যারা দেশে নাশকতা করতে পারে। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আাগমী নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। এতে জনগণ স্বতস্ফূর্ত অংশগ্রহণ করবে। আমরা বিশ্বাস করি, দেশের মানুষ ফের আওয়ামী লীগের মার্কা নৌকাকে বিজয়ী করবে। তারা জননেত্রী মেখ হাসিনাকে আবারো দেশের প্রধানমন্ত্রী বানিয়ে দেশের অভূতপূর্ব উন্নয়নকে এগিয়ে নেবে।