সংবাদ শিরোনাম ::
শাহজাদপুরে আওয়ামীলীগের সাবেক দুই এমপির বিরুদ্ধে চাঁদাবাজি মামলা বেলকুচিতে দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ  শাহজাদপুরে অটোবাইক ছিনতাই চক্রের ৬ জন আটক ৭ নভেম্বর না আসলে বাংলাদেশ বিলীন হয়ে যেত: বাউবি উপাচার্য বেলকুচির সেন ভাঙ্গাবাড়ী বাজার মসজিদের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন “জয় বাংলা” স্লোগান দেওয়ায় সাবেক পিপি-কে গণপিটুনি, পুলিশে সোপর্দ উলিপুরে শিক্ষকদের বিরুদ্ধে ভোট কেন্দ্র মেরামতের টাকা আত্নসাতের অভিযোগ খাজা শাহ্ এনায়েতপুরী (রহ:) এর ১১০ তম ওরছ শরীফের দাওয়াত পত্র বিতরণ  রাজশাহীর মাঠে স্পীড স্কেটিংয়ে বগুড়ার স্কেটারদের ৩টি স্বর্ণপদক সহ ৮ পদক অর্জন এনায়েতপুরে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি উপলক্ষে আলোচনা সভা

রায়পুরার সংসদ সদস্য “রাজু”শিক্ষক সমাবেশে বলেন-বিএনপিকে ইচ্ছা করলে প্রতিশোধ নিতে পারতাম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১১:০৩ অপরাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০২৩ ৯৬ বার পড়া হয়েছে

শফিকুল ইসলাম, রায়পুরা প্রতিনিধি: ২০০১ এ বিএনপি ক্ষমতায় আসার পর আমাদের উপর যে অত্যাচার চালিয়েছিলো এরপর আমরা ক্ষমতায় আসার পর ইচ্ছে করলে তা প্রতিশোধ নিতে পারতাম। কিন্তু আমরা প্রতিহিংসার রাজনীতি করি না।

শনিবার (২১ অক্টোবর’) রায়পুরা রাজিউদ্দিন আহমেদ রাজু অডিটরিয়াম মাঠে আয়োজিত নতুন শিক্ষা কারিকুলাম ও স্মার্ট বাংলাদেশ বির্নিমাণে শিক্ষকদের করণীয় শীর্ষক শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী নরসিংদী-৫ আসনের এমপি রাজিউদ্দিন আহমেদ রাজু।

তিনি বলেন, মির্জা ফখরুলরা ২০০১ এ নির্বাচনে বিজয়ী হওয়ার পর সনাতন ধর্মাবলম্বীদের পূজা উদযাপন করতে দেয়নি। তারা শত শত কিশোরীদের ধর্ষণ ও হত্যা করেছে। সেই মির্জা ফখরুলের মুখে শুনা যাচ্ছে পূজাতে গন্ডগোল হতে পারে। অর্থাৎ তারাই গন্ডগোল করবে।

রাজিউদ্দিন আহমেদ রাজু বলেন, ৫০ বছরের রাজনীতির জীবনে আমি আমার নিজের জন্য কিছু করিনি। সারাটা জীবন আমি রায়পুরার মানুষের জন্য বিলিয়ে দিয়েছি। রায়পুরার চরাঞ্চলে বিদ্যুৎ নিতে আমার অনেক পরিশ্রম করতে হয়েছে

তিনি বলেন, ১৫০টি প্রাথমিক বিদ্যালয়ে ভবন নির্মাণ করা হয়েছে। ৫৫টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ভবন নির্মাণ করা হয়েছে। ৫টি কলেজ ভবন নির্মাণ ও ৮টি মাদ্রাসা নির্মাণ করা হয়েছে। এছাড়াও শেখ রাসেল ডিজিটাল ল্যাব নির্মাণ করা হয়েছে ২১টি।

শিক্ষকদের উদ্দেশ্যে এমপি রাজু বলেন, আগামী পরীক্ষাগুলোতে কোনো শিক্ষার্থী যদি কোনো সাবজেক্টে ফেইল করে তাহলে ওই বিষয়ের শিক্ষকের এমপিও বাতিল করা হবে। কোনো স্কুল থেকে যদি শতভাগ পাশ না আসে তাহলে ওই স্কুলের এমপিও বাতিল করা হবে।

রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো আজগর হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়লা কানিজ লাকি, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজিব আহমেদ পার্থ, বিশিষ্ট শিক্ষানুরাগী কল্পনা রাজিউদ্দিন, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: মোবারুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: শহীদুল ইসলাম, রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুর রহমান, উপজেলা মাধ্যমিক অফিসার সামালগীর আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সোহাগ হোসেন, রায়পুরা চেয়ারম্যান ফোরামের সাধারণ সম্পাদক রিয়াজ মোর্শেদ খান রাসেল সহ রায়পুরা উপজেলার প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও বিভিন্ন মাদ্রাসার শিক্ষকরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রায়পুরার সংসদ সদস্য “রাজু”শিক্ষক সমাবেশে বলেন-বিএনপিকে ইচ্ছা করলে প্রতিশোধ নিতে পারতাম

আপডেট সময় : ০৮:১১:০৩ অপরাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০২৩

শফিকুল ইসলাম, রায়পুরা প্রতিনিধি: ২০০১ এ বিএনপি ক্ষমতায় আসার পর আমাদের উপর যে অত্যাচার চালিয়েছিলো এরপর আমরা ক্ষমতায় আসার পর ইচ্ছে করলে তা প্রতিশোধ নিতে পারতাম। কিন্তু আমরা প্রতিহিংসার রাজনীতি করি না।

শনিবার (২১ অক্টোবর’) রায়পুরা রাজিউদ্দিন আহমেদ রাজু অডিটরিয়াম মাঠে আয়োজিত নতুন শিক্ষা কারিকুলাম ও স্মার্ট বাংলাদেশ বির্নিমাণে শিক্ষকদের করণীয় শীর্ষক শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী নরসিংদী-৫ আসনের এমপি রাজিউদ্দিন আহমেদ রাজু।

তিনি বলেন, মির্জা ফখরুলরা ২০০১ এ নির্বাচনে বিজয়ী হওয়ার পর সনাতন ধর্মাবলম্বীদের পূজা উদযাপন করতে দেয়নি। তারা শত শত কিশোরীদের ধর্ষণ ও হত্যা করেছে। সেই মির্জা ফখরুলের মুখে শুনা যাচ্ছে পূজাতে গন্ডগোল হতে পারে। অর্থাৎ তারাই গন্ডগোল করবে।

রাজিউদ্দিন আহমেদ রাজু বলেন, ৫০ বছরের রাজনীতির জীবনে আমি আমার নিজের জন্য কিছু করিনি। সারাটা জীবন আমি রায়পুরার মানুষের জন্য বিলিয়ে দিয়েছি। রায়পুরার চরাঞ্চলে বিদ্যুৎ নিতে আমার অনেক পরিশ্রম করতে হয়েছে

তিনি বলেন, ১৫০টি প্রাথমিক বিদ্যালয়ে ভবন নির্মাণ করা হয়েছে। ৫৫টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ভবন নির্মাণ করা হয়েছে। ৫টি কলেজ ভবন নির্মাণ ও ৮টি মাদ্রাসা নির্মাণ করা হয়েছে। এছাড়াও শেখ রাসেল ডিজিটাল ল্যাব নির্মাণ করা হয়েছে ২১টি।

শিক্ষকদের উদ্দেশ্যে এমপি রাজু বলেন, আগামী পরীক্ষাগুলোতে কোনো শিক্ষার্থী যদি কোনো সাবজেক্টে ফেইল করে তাহলে ওই বিষয়ের শিক্ষকের এমপিও বাতিল করা হবে। কোনো স্কুল থেকে যদি শতভাগ পাশ না আসে তাহলে ওই স্কুলের এমপিও বাতিল করা হবে।

রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো আজগর হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়লা কানিজ লাকি, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজিব আহমেদ পার্থ, বিশিষ্ট শিক্ষানুরাগী কল্পনা রাজিউদ্দিন, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: মোবারুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: শহীদুল ইসলাম, রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুর রহমান, উপজেলা মাধ্যমিক অফিসার সামালগীর আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সোহাগ হোসেন, রায়পুরা চেয়ারম্যান ফোরামের সাধারণ সম্পাদক রিয়াজ মোর্শেদ খান রাসেল সহ রায়পুরা উপজেলার প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও বিভিন্ন মাদ্রাসার শিক্ষকরা উপস্থিত ছিলেন।