লোহাগাড়ার পূজামণ্ডপ পরিদর্শনে নারী নেত্রী রিজিয়া রেজা চৌধুরী
- আপডেট সময় : ১০:০৯:০৯ অপরাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০২৩ ২৬৬ বার পড়া হয়েছে

সাত্তার সিকদার, লোহাগাড়া, চট্টগ্রাম: সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকরেন, বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য নারী নেত্রী রিজিয়া রেজা চৌধুরী।
২০ অক্টোবর(শুক্রবার) সন্ধ্যায় লোহাগাড়া উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে উপস্থিত হয়ে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের বাসকপাড়া মন্দিরে উপস্থিত দর্শনার্থীদের উদ্দেশ্যে বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য রিজিয়া রেজা চৌধুরী মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয়া শুভেচ্ছা জানান। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সঠিক নেতৃত্বে সব ধর্মের মানুষ এখন ঐক্যবদ্ধ। অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বাংলাদেশ। সনাতন ধর্মাবলম্বীদের নির্বিঘ্নে দুর্গোৎসব পালনের আহ্বান জানান।
পূজা মন্ডপ পরিদর্শনে লোহাগাড়া সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নুরুচ্ছফা চৌধুরী, আমিরাবাদ ইউপি চেয়ারম্যান এসএম ইউনুচ, আধুনগর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নাজিম উদ্দীন, কলাউজান ইউপি চেয়ারম্যান এম এ ওয়াহেদ, পুটিবিলা ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মানিক,চরম্বা ইউপি চেয়ারম্যান মাওলানা হেলাল উদ্দিন, উপজেলা যুবলীগের আহ্বায়ক জহির উদ্দিন, আওয়ামী নেতা আব্দুল গণী সম্রাট, উপজেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা শ্রীনিবাস দাশ সাগর, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ডাঃ রিটন দাশ, সাধারণ সম্পাদক প্রভাষক বাবলু শংকর নাথ, উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ জননেত্রী শেখ হাসিনা মহিলা উন্নয়ন সংস্থার উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।











