লোহাগাড়ার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন সাংসদ নদভী
- আপডেট সময় : ০২:২৪:০৭ অপরাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০২৩ ৯১৬ বার পড়া হয়েছে

সাত্তার সিকদার, লোহাগাড়া, চট্টগ্রাম: সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রামের সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকরেন, চট্টগ্রাম-১৫(সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সাংসদ প্রফেসর ড. আবু রেজা মোহাম্মদ নেজাম উদ্দীন নদভী এমপি।
২০ অক্টোবর (শুক্রবার) সাতকানিয়া উপজেলা ও লোহাগাড়া উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে উপস্থিত হয়ে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন তিনি ।
চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য ও সাংসদের একান্ত সচিব এরফানুল করিম জানান, মাননীয় এমপি মহোদয় দুপুর থেকে সাতকানিয়া উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে সন্ধ্যায় লোহাগাড়া উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে উপস্থিত হয়ে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদ শুভেচ্ছা বিনিময় করেছেন। পরিদর্শনকালে উপজেলার পদুয়া ইউনিয়নের বাসুদেব মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দরা মন্দির উন্নয়নের জন্য বরাদ্দের কথা বলার সাথে সাথেই গভীর নলকূপসহ বিভিন্ন বরাদ্দের ঘোষণা করেন এমপি মহোদয়।
মন্দিরে উপস্থিত দর্শনার্থীদের উদ্দেশ্যে স্থানীয় সাংসদ প্রফেসর ড.আবু রেজা মোহাম্মদ নেজাম উদ্দীন নদভী বলেন,আমি এই এলাকার নির্বাচিত প্রতিনিধি হিসেবে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয়া শুভেচ্ছা ও প্রীতি জানাই। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিলো একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র প্রতিষ্ঠার। জাতির পিতার স্বপ্নগুলো বাস্তবায়নে কাজ করে যাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা। জননেত্রী শেখ হাসিনার সঠিক নেতৃত্বে সব ধর্মের মানুষ এখন ঐক্যবদ্ধ। অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বাংলাদেশ। তিনি আরো বলেন, সনাতন ধর্মাবলম্বীরা নিরাপদে, নির্বিঘ্নে, নিশ্চিন্তে উৎসবমুখর পরিবেশে ধর্ম পালন করবে। উপজেলা প্রশাসন ও লোহাগাড়া থানা পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এসময় মন্দির কমিটির অনুরোধে ফটোসেশনে অংশ নেন তিনি।
পরিদর্শন কালে উপস্থিত ছিলেন, লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)শরীফ উল্যাহ, লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) রাশেদুল ইসলাম, লোহাগাড়া সদর চেয়ারম্যান আলহাজ্ব নুরুচ্ছফা চৌধুরী, আমিরাবাদ ইউপি চেয়ারম্যান এস এম ইউনুচ,পুটিবিলা ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মানিক,আধুনগর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নাজিম উদ্দিন, কলাউজান ইউপি চেয়ারম্যান এম এ ওয়াহেদ, চরম্বা ইউপি চেয়ারম্যান মাওলানা হেলাল উদ্দিন,উপজেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা শ্রীনিবাস দাশ সাগর, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ডাঃ রিটন দাশ, সাধারণ সম্পাদক প্রভাষক বাবুলু শংকর নাথসহ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।











