একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির মহানগরের সভাপতি চঞ্চল, সম্পাদক তামিম
- আপডেট সময় : ১১:১৪:২৬ অপরাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩ ১৩০ বার পড়া হয়েছে

তানজিলা আক্তার রাজশাহী প্রতিনিধি: একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির দিনব্যাপী সম্মেলনে আব্দুল লতিফ চঞ্চলকে মহানগরের সভাপতি এবং তামিম শিরাজী কে সাধারণ সম্পাদক নির্বাচন করে ৫১ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে।
শনিবার (২১ অক্টোবর ) বিকেলে মহানগরীর জেলা শিল্পকলা একাডেমিতে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির রাজশাহী সম্মেলন অনুষ্ঠানে জেলা-মহানগর, স্টুডেন্ট ফ্রন্ট, যুব ফ্রন্ট, নারী ইউনিটেরও নতুন কার্যনির্বাহী এ পরিষদ গঠন করা হয়।
সম্মেলনে সর্বসম্মতিক্রমে বীর মুক্তিযোদ্ধা শাজাহান আলী বরজাহানকে জেলা সভাপতি, এ্যাড. জোছনা আরা কে জেলা সাধারণ সম্পাদক, হালিমা কুমকুম কে নারী ইউনিটের সভাপতি, সায়মা বিথী কে সাধারণ সম্পাদক, মহিউদ্দিন মিটুকে যুব ফ্রন্টের সভাপতি, মাহফুজ কে সাধারণ সম্পাদক, ইখতিয়ার প্রামাণিক কে স্টুডেন্ট ফ্রন্টের সভাপতি, আরাফাত হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি সভাপতি লেখক
সাংবাদিক শাহরিয়ার কবির, সাধারণ সম্পাদক কাজী মুকুল, সহ-সাধারণ সম্পাদক অধ্যক্ষ কামরুজ্জামান সহ রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্ল্যখ্য, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির রাজশাহী সম্মেলন ২০২৩ জেলা-মহানগর ৫১ সমস্য বিশিষ্ট কমিটি, স্টুডেন্ট ফ্রন্ট, যুব ফ্রন্ট, নারী ইউনিটের ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠণ হয়।











