তিতাসের বিভিন্ন পূজামন্ডব পরিদর্শন করেন-মেজর (অবঃ) মোহাম্মদ আলী সুমন
- আপডেট সময় : ০৭:১২:৩৫ অপরাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩ ১০৪ বার পড়া হয়েছে

কুমিল্লা সংবাদদাতা: কুমিল্লার তিতাসের বিভিন্ন পূজামন্ডব পরিদর্শন করেন-দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অবঃ) মোহাম্মদ আলী সুমন। কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল( অবঃ) সুবিদ আলী ভূইয়া’র পক্ষ থেকে গত শনিবার সন্ধ্যায় শুরু করে রাত ১২ টা পর্যন্ত তিতাসের মজিদপুর ইউনিয়নের সাহাবৃদ্ধি,সাতানী ইউনিয়নের হরিণপুর,বলরামপুর ইউনিয়নের পাংগাশিয়া,উত্তর দুর্গাপুর,নাগেরচর ২টি ও কলাকান্দি ইউনিয়নের মাছিমপুর,গোবিন্দপুরের খানেবাড়ি ও ভিটিকান্দি ইউনিয়নের দাসকান্দিতে দুর্গাপূজা মন্ডব পরিদর্শন করেন- দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অবঃ) মোহাম্মদ আলী সুমন।
এসময় সঙ্গে ছিলেন তিতাস উপজেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো.শওকত আলী,সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসীন ভূইয়া,সহ-সভাপতি মো.আনোয়ার হোসেন ভূইয়া, তিতাস উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ আহমেদ ফকির, মহিলা ভাইস চেয়ারম্যান মোসামৎ ফরিদা ইয়াসমিন,
দাউদকান্দি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তরিকুল ইসলাম নয়ন,সাতানী ইউপি চেয়ারম্যান শামসুল হক সরকার, বলরামপুর ইউপি চেয়ারম্যান নুর নবী, কলাকান্দি ইউপি চেয়ারম্যান ইব্রাহিম সরকার,মজিদপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সরকার, গৌরীপুর ইউপি চেয়ারম্যান নোমান মিয়া সরকার,তিতাস উপজেলা আ.লীগের প্রচার সম্পাদক জাকির হোসেন মুন্সি,কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগের সভাপতি রকিবুল উদ্দিন রকির সরকার,কড়িকান্দি ইউনিয়ন আ.লীগের সভাপতি আবু ইউসুফ চিশতী, বলরামপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি সাদেক পাঠান,মজিদপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি মো.মোস্তাক আহমেদ ভূইয়া,কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সহ- সভাপতি তোফাজ্জল হোসেন সাদ্দাম,উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি পাভেল মাহমুদ সুমন মেম্বারসহ দাউদকান্দি ও তিতাস উপজেলা আ.লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা। এমপি সুবিদ আলী ভূইয়ার পক্ষ থেকে প্রতিটি পূজামন্ডবে বিশ হাজার টাকা করে বরাদ্দ প্রদানের ঘোষণা করা হয়।











