রাজশাহীতে আজ মহাঅষ্টমী ও কুমারী পূজায় দেবীর চরণে ভক্তের শ্রদ্ধা
- আপডেট সময় : ০৩:২২:১৭ অপরাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩ ১২০ বার পড়া হয়েছে

তানজিলা আক্তার রাজশাহী প্রতিনিধি: রাজশাহী, ২২ অক্টোবর ২০২৩:শারদীয় দুর্গোৎসবের আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা রাজশাহী মহানগরীতে পালিত হচ্ছে।
রাজশাহীর মন্ডপে মন্ডপে প্রতিমা দর্শন, দেবীর চরণে ভক্তদের অঞ্জলি প্রদান করা হচ্ছে। আজ মহাঅষ্টমী কল্পারম্ভ ও বিহিত পূজা। আছে সন্ধিপূজাও। কুমারী পূজার মাধ্যমে নারী জাতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
মহানগরীর বিভিন্ন মন্ডপে অষ্টমী পূজা উপলক্ষে সন্ধ্যায় ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠান, রামায়ণ পালা, আরতি অনুষ্ঠান পালন করবে রাজশাহী পূজা উপযাপন পরিষদ। এবার, রাজশাহী জেলা ও মহাননগরীরতে হিন্দু ধর্মালম্বীদের মাঝে উৎসাহ-উদ্দীপনার কেন্দ্রবিন্দুতে পরিনত হয়েছে ৪শ’ ৭১ টি পূজামন্ডপ।
উল্লেখ্য, ১৯০১ সালে স্বামী বিবেকানন্দ কলকাতার বেলুড় মাঠে ৯ কুমারীকে পূজা করেন। তখন থেকে প্রতিবছর দুর্গোৎসবের অষ্টমী তিথিতে মহা ধুমধামে কুমারী পূজার প্রথা চলে আসছে।











