লৌহজংয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র্যালি ও পথসভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৭:৪৪:৩৩ অপরাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩ ৮৩ বার পড়া হয়েছে

ফৌজি হাসান খান রিকু লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ ‘আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ স্লোগানে সারাদেশের ন্যায় মুন্সীগঞ্জের লৌহজংয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার (২২ অক্টোবর) সকালে নিরাপদ সড়ক চাই (নিসচা) লৌহজং উপজেলা শাখার উদ্দ্যোগে ও লৌহজং থানা পুলিশের সহযোগীতায় লৌহজং থানা কমপ্লেক্স প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মালিরঅংক বাজার এলাকায় পথসভা করা হয়।
নিরাপদ সড়ক চাই (নিসচা) লৌহজং উপজেলা শাখার সভাপতি মো.কাইয়ুম খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লায়ন এম আর খান মিজানের সঞ্চালনায় পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন ও বিশেষ অতিথি লৌহজং থানার অফিসার ইনচার্জ খন্দকার ইমাম হোসেন।
এসময় নিরাপদ সড়ক চাই (নিসচা) লৌহজং উপজেলা শাখার কার্যনির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক তৌফিক আহমেদ বুলেট,সহ-সভাপতি ঢালী মো. নিজাম উদ্দিন জুয়েল, সাংগঠনিক সম্পাদক মো. ফয়সাল মৃধা মিসর, দুর্ঘটনা অনুসন্ধান ও গবেষণা বিষয়ক সম্পাদক ফৌজি হাসান খান রিকু, প্রচার সম্পাদক মো. বেলাল দেওয়ান, কার্যকরী সদস্য আব্দুল হাকিম,নাজনিন আক্তার মুক্তা, লৌহজং থানার এসআই আমানতসহ অনেকেই উপস্থিত ছিলেন।
পথসভায় বক্তারা বলেন, দেশে প্রতিদিনই সড়ক দুর্ঘটনায় ঝরছে বহু প্রান,আহত হয়ে দুর্বিষহ জীবন কাটাচ্ছেন অনেকে। দুর্ঘটনা রোধে আমারা সরকারের পক্ষ থেকে নানা পদক্ষেপ গ্রহণের কথা শুনেছি।কিন্তু তাতে দুর্ঘটনা কমেনি।বন্ধ হয়নি বেপরোয়া যান চলাচল। এতে বোঝা যায় দুর্ঘটনা রোধের পদক্ষেপগুলোর অথবা সেসব কার্যকর করার ক্ষেত্রে নানা গলদ রয়ে গেছে। সেসব দূর করা জরুরি।
চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন নিরাপদ সড়কের দাবিতে ব্যক্তিগতভাবে আন্দোলন শুরু করলেও সময়ের পরিক্রমায় আজ তা জাতীয় পর্যায়ের আন্দোলনে রূপ নিয়েছে। দুর্ঘটনারোধে চালকদের আন্তরিক এবং পথচারীদের সচেতন হতে হবে। গাড়ি চালানো অবস্থায় মোবাইলে কথা বলা থেকে বিরত থাকতে হবে। ক্লান্ত, অসুস্থ ও নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানো থেকে বিরত থাকতে হবে। দুর্ঘটনাগুলোর বেশিরভাগই অসাবধানতাবশত হয়ে থাকে। এ জন্য চালক ও পথচারীদের সচেতন হতে হবে, নিজেদের মধ্যে আগে পরিবর্তন আনতে হবে। তাহলে দুর্ঘটনা কমবে।
বক্তরা আরও বলেন, গাড়ি চালকদের নিয়ে আলাদাভাবে সচেতনতামূলক প্রশিক্ষণ দিতে হবে। স্থানীয়ভাবে চালক হেলপার কন্ট্রাকটারদের স্ব স্ব শ্রমিক ইউনিয়ন ও সংশ্লিষ্ট মালিক সমিতি মাসে অন্তত একবার প্রশিক্ষণের ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি বিভিন্ন স্কুল কলেজে ছাত্র-ছাত্রীদের সড়ক দুর্ঘটনা রোধকল্পে সচেতনতামূলক ক্যাম্পইন ব্যবস্থা গ্রহণ করতে হবে। তাহলে সড়ক দুর্ঘটনা রোধে আরও বেশি কার্যকর হবে বলেও মন্তব্য করেন তারা ।
উল্লেখ্য, ১৯৯৩ সালের ২২ অক্টোবর চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন এক সড়ক দুর্ঘটনায় স্ত্রী জাহানারা কাঞ্চনকে হারিয়ে এ আন্দোলন গড়ে তোলেন। ২০১৭ সালের ৫ জুন মন্ত্রীসভার বৈঠকে ২২ অক্টোবরকে জাতীয় নিরাপদ সড়ক দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। সেদিন থেকে দিবসটি জাতীয়ভাবে পালিত হয়ে আসছে। এ দিবস পালনের মধ্য দিয়ে দেশের সড়ক-মহাসড়কগুলোকে নিরাপদ করার জনদাবি জোরেশোরে উচ্চারিত হয় প্রতিবছর।











