ঘূর্ণিঝড় হামুন মোকাবেলায় বাঁশখালীতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা
- আপডেট সময় : ০৭:৩৭:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩ ৫৬ বার পড়া হয়েছে
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় ‘হামুনের’ যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি সভায় বসেছে বাঁশখালী উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি।
মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার।
সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল খালেক পাটোয়ারী, উপজেলা কৃষি কর্মকর্তা আবু সালেক, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদুল ইসলাম চৌধুরী, যুব উন্নয়ন কর্মকর্তা শওকতুজ্জামান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবু আহমেদ তারিফ, চাম্বল ইউপি চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, শিলকূপ ইউপি চেয়ারম্যান কায়েস সরওয়ার সুমন, পিআইও অফিসের উপ-সহকারী প্রকৌশলী লিপটন ওম, উপজেলা সিপিপি স্বেচ্ছাসেবক সমন্বয়কারী সাংবাদিক কল্যাণ বড়ুয়াসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় বাঁশখালীর ১১০টি সাইক্লোন সেল্টার-মুজিব কেল্লা খুলে দেওয়া, ৭১টি ইউনিটে ১৪২০ জন সিপিপি সেচ্ছাসেবক মাঠ পর্যায়ে কাজ করা। স্ব-স্ব ইউনিয়নের ট্যাগ অফিসারদের স্থানীয় ইউপি চেয়ারম্যানের সাথে সমন্বয়ে করে কাজ করা। উপকূলীয় এলাকায় মাইকিং করাসহ বিভিন্ন সিদ্ধান্ত হয়।