পুজা মন্ডপ পরিদর্শনে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির নেতৃবৃন্দ
- আপডেট সময় : ১২:২১:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩ ৪৭ বার পড়া হয়েছে
রাজশাহী প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসবের মহানবমী আজ । মন্ডপে -মন্ডপে আরধনা করছেন দেবীভক্তরা । আজ মহানবমীতে পুজা মন্ডপ পরিদর্শন ও তাদের সাথে পুজার শুভেচ্ছা বিনিময় করেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি রাজশাহীর নেতৃবৃন্দ।
সোমবার (২৩ অক্টোবর) সন্ধ্যা ৬টায় বোয়ালিয়া, আলুপট্টি ও সাহেব বাজার কুমারপাড়াস্থ বেশ কয়েকটি পুজা মন্ডপ ঘুরে দেখেন তারা। এসময় তারা সনাতন ধর্মাবলম্বীদের সাথে পুজার শুভেচ্ছা বিনিময় করেন।
পুজা পরিদর্শনকালে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সহ-সাধারণ সম্পাদক অধ্যক্ষ কামরুজ্জামান বলেন, ‘সাম্প্রদায়িক সম্প্রীতি বাঙালির অনন্য বৈশিষ্ট্য। হাজার বছর ধরে এই বাংলায় ধর্ম বর্ণ ভেদ ভুলে সকল মানুষ সবার উৎসবে মেতেছে, একসাথে বেচেছে, একসাথে লড়েছে, এটাই বাঙালির চরিত্র। ধর্মান্ধ মৌলবাদীরা এই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্রে লিপ্ত, আমাদের ঐক্যবদ্ধভাবে এর বিরুদ্ধে লড়াই করতে হবে।’
এসময় আরও উপস্থিত ছিলেন, মহানগর নির্মূল কমিটির সভাপতি আব্দুল লতিফ চঞ্চল , সাধারণ সম্পাদক প্রকৌশলী তামিম শিরাজী , জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান আলী বরজাহান, জেলা সাধারণ সম্পাদক এডঃ জোছনা আরা , দপ্তর সম্পাদক ওয়ালিউর শেখ, নারী ইউনিটের সভাপতিহালিমা কুমকুম, সাধারণ সম্পাদক সায়মা বিথী, যুব ফ্রন্টের সভাপতি মহিউদ্দিন মিটু , সাধারণ সম্পাদক মাহফুজ, স্টুডেন্ট ফ্রন্টের সভাপতি ইখতিয়ার প্রামাণিক , সাধারণ সম্পাদক আরাফাত হোসেন সহ রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।