সংবাদ শিরোনাম ::
শাহজাদপুরে আওয়ামীলীগের সাবেক দুই এমপির বিরুদ্ধে চাঁদাবাজি মামলা বেলকুচিতে দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ  শাহজাদপুরে অটোবাইক ছিনতাই চক্রের ৬ জন আটক ৭ নভেম্বর না আসলে বাংলাদেশ বিলীন হয়ে যেত: বাউবি উপাচার্য বেলকুচির সেন ভাঙ্গাবাড়ী বাজার মসজিদের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন “জয় বাংলা” স্লোগান দেওয়ায় সাবেক পিপি-কে গণপিটুনি, পুলিশে সোপর্দ উলিপুরে শিক্ষকদের বিরুদ্ধে ভোট কেন্দ্র মেরামতের টাকা আত্নসাতের অভিযোগ খাজা শাহ্ এনায়েতপুরী (রহ:) এর ১১০ তম ওরছ শরীফের দাওয়াত পত্র বিতরণ  রাজশাহীর মাঠে স্পীড স্কেটিংয়ে বগুড়ার স্কেটারদের ৩টি স্বর্ণপদক সহ ৮ পদক অর্জন এনায়েতপুরে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি উপলক্ষে আলোচনা সভা

রাউজান নামকরণের উৎপত্তি ও সংক্ষিপ্ত ইতিহাস

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৫:১৩ অপরাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০২৩ ১৪৯ বার পড়া হয়েছে

রয়েল দত্ত,রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলা দেশ বিদেশে পায় সকলের কাছে পরিচিত । ১৬৬৬ সালে মোগল সুবেদার শায়েস্তা খান কর্তৃক চট্টগ্রাম বিজয়ের প্রায় ১০০০ বৎসর পূর্বে এ জনপদের সৃষ্টি । সেই থেকে রাউজানে যে জনপদ সৃষ্টি হয়েছিল, তা পরবর্তী বৃটিশ শাসনামল, পাকিস্তানি শাসনামল, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ সর্বক্ষেত্রে রাউজানের মাঠি, মানুষ ও কৃতি সন্তানেরা দেশের দুঃসময়ে হাল ধরেছিল এবং নেতৃত্ব দিয়েছিল। রাউজান নামের উৎপত্তি সম্পর্কে বিভিন্ন মতবাদ রয়েছে । অনেকে মনে করেন , শ্রীযুক্ত রায়’ পরিবারের ‘রায়’ থেকে ‘রায়উজান’ এবং পরবর্তীতে রাউজান নামের উৎপত্তি হয়। অাবার অনেকের মতে, এই উপজেলার হলদিয়া ইউনিয়নের একটি ছোট ধানীবিলকে এখনো ‘রোয়াঙে’ বিল বলা হয়ে থাকে। পরবর্তীতে বিবর্তিত হয়ে ‘রোয়াঙে’ থেকে রাউজান নামের সৃষ্টি হয়েছে। আবার অনেকের মতে, তখন বৌদ্ধ ভিক্ষুদের “রাউলী” বলা হত। কিছু সংখ্যক বৌদ্ধ রাউজান এবং কাগতিয়া গ্রামের সংযোগস্থলে বসবাস করতো। তখন ‘রাউলী’ রাউজান খাল কাটিয়ে কাগতিয়া খালে সংযোগ করেছিলেন। এই সংযোগস্থলকে ‘জান’ বলা হত। রাউলী দুই খালের মাঝে ‘জান’ দিয়েছিলেন বলে এই খালের নাম রাউজান খাল। অনেকে মনে করেন,৭ম ও ৮ম শতাব্দীতে বৌদ্ধ ভিক্ষুরা র্ধম প্রচারের উদ্দেশ্যে চট্টগ্রাম হয়ে আরাকান গমন করে ছিলেন। সঙ্গত কারণে রাউজানের আদি বাসিন্দা ছিলেন বৌদ্ধগণ। তারা এই জনপদকে ‘রাজোয়াং’ রাখেন। রাজোয়াং খাঁটি আরাকানি শব্দ। পরবর্তীতে রাজোয়াং শব্দটি বিকৃত হয়ে রাউজান হয়। রাউজান নামটি একটি আরাকানি শব্দ, যার অর্থ গোচারণ ভূমি। প্রাচীনকালে এই জনপদে আরাকানদের প্রচুর গোচারণ ভূমি ছিল। আর গোচারণ ভূমি থেকে সৃষ্টি হয় রাউজান নামটি। ১৯৪৭ সালের আগস্ট মাসে রাউজান থানার কার্যক্রম শুরু করা হয় এবং নব্বই দশকে থানাকে উপজেলায় রূপান্তর করা হয়। ২০০০ সালে রাউজান পৌরসভা ঘোষিত হয়। রাউজান উপজেলার উপর দিয়ে প্রবাহিত হয়েছে কর্ণফুলী নদী ও হালদা নদী । রাউজান উপজেলার উত্তরে ফটিকছড়ি উপজেলা, দক্ষিণে বোয়ালখালী উপজেলা ও কর্ণফুলী নদী, পূর্ব রাঙ্গুনিয়া ও কাউখালী (রাঙ্গামাটি), পশ্চিমে হাটহাজারী ও ফটিকছড়ি উপজেলা দ্বারা বেষ্টিত। রাউজান উপজেলায় ১টি পৌরসভা ও ১৪টি ইউনিয়ন রয়েছে। বর্তমান রাউজানের এমপি এবিএম ফজলে করিম চৌধুরী, উপজেলা চেয়ারম্যান এ.কে.এম. এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ ,রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তার আব্দুল সামাদ সিকদার, রাউজান থানার ওসি আব্দুল্লাহ আল হারুন। বর্তমানে চট্টগ্রামের বুকে এক চিলতে রোদেলা আকাশ রাউজান।

বহমান উন্নয়নের স্রোতধারার ফলশ্রুতিতে দেশ-বিদেশের কাছে রাউজানের সুনাম দিন দিন ছড়িয়ে পড়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাউজান নামকরণের উৎপত্তি ও সংক্ষিপ্ত ইতিহাস

আপডেট সময় : ১০:১৫:১৩ অপরাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০২৩

রয়েল দত্ত,রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলা দেশ বিদেশে পায় সকলের কাছে পরিচিত । ১৬৬৬ সালে মোগল সুবেদার শায়েস্তা খান কর্তৃক চট্টগ্রাম বিজয়ের প্রায় ১০০০ বৎসর পূর্বে এ জনপদের সৃষ্টি । সেই থেকে রাউজানে যে জনপদ সৃষ্টি হয়েছিল, তা পরবর্তী বৃটিশ শাসনামল, পাকিস্তানি শাসনামল, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ সর্বক্ষেত্রে রাউজানের মাঠি, মানুষ ও কৃতি সন্তানেরা দেশের দুঃসময়ে হাল ধরেছিল এবং নেতৃত্ব দিয়েছিল। রাউজান নামের উৎপত্তি সম্পর্কে বিভিন্ন মতবাদ রয়েছে । অনেকে মনে করেন , শ্রীযুক্ত রায়’ পরিবারের ‘রায়’ থেকে ‘রায়উজান’ এবং পরবর্তীতে রাউজান নামের উৎপত্তি হয়। অাবার অনেকের মতে, এই উপজেলার হলদিয়া ইউনিয়নের একটি ছোট ধানীবিলকে এখনো ‘রোয়াঙে’ বিল বলা হয়ে থাকে। পরবর্তীতে বিবর্তিত হয়ে ‘রোয়াঙে’ থেকে রাউজান নামের সৃষ্টি হয়েছে। আবার অনেকের মতে, তখন বৌদ্ধ ভিক্ষুদের “রাউলী” বলা হত। কিছু সংখ্যক বৌদ্ধ রাউজান এবং কাগতিয়া গ্রামের সংযোগস্থলে বসবাস করতো। তখন ‘রাউলী’ রাউজান খাল কাটিয়ে কাগতিয়া খালে সংযোগ করেছিলেন। এই সংযোগস্থলকে ‘জান’ বলা হত। রাউলী দুই খালের মাঝে ‘জান’ দিয়েছিলেন বলে এই খালের নাম রাউজান খাল। অনেকে মনে করেন,৭ম ও ৮ম শতাব্দীতে বৌদ্ধ ভিক্ষুরা র্ধম প্রচারের উদ্দেশ্যে চট্টগ্রাম হয়ে আরাকান গমন করে ছিলেন। সঙ্গত কারণে রাউজানের আদি বাসিন্দা ছিলেন বৌদ্ধগণ। তারা এই জনপদকে ‘রাজোয়াং’ রাখেন। রাজোয়াং খাঁটি আরাকানি শব্দ। পরবর্তীতে রাজোয়াং শব্দটি বিকৃত হয়ে রাউজান হয়। রাউজান নামটি একটি আরাকানি শব্দ, যার অর্থ গোচারণ ভূমি। প্রাচীনকালে এই জনপদে আরাকানদের প্রচুর গোচারণ ভূমি ছিল। আর গোচারণ ভূমি থেকে সৃষ্টি হয় রাউজান নামটি। ১৯৪৭ সালের আগস্ট মাসে রাউজান থানার কার্যক্রম শুরু করা হয় এবং নব্বই দশকে থানাকে উপজেলায় রূপান্তর করা হয়। ২০০০ সালে রাউজান পৌরসভা ঘোষিত হয়। রাউজান উপজেলার উপর দিয়ে প্রবাহিত হয়েছে কর্ণফুলী নদী ও হালদা নদী । রাউজান উপজেলার উত্তরে ফটিকছড়ি উপজেলা, দক্ষিণে বোয়ালখালী উপজেলা ও কর্ণফুলী নদী, পূর্ব রাঙ্গুনিয়া ও কাউখালী (রাঙ্গামাটি), পশ্চিমে হাটহাজারী ও ফটিকছড়ি উপজেলা দ্বারা বেষ্টিত। রাউজান উপজেলায় ১টি পৌরসভা ও ১৪টি ইউনিয়ন রয়েছে। বর্তমান রাউজানের এমপি এবিএম ফজলে করিম চৌধুরী, উপজেলা চেয়ারম্যান এ.কে.এম. এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ ,রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তার আব্দুল সামাদ সিকদার, রাউজান থানার ওসি আব্দুল্লাহ আল হারুন। বর্তমানে চট্টগ্রামের বুকে এক চিলতে রোদেলা আকাশ রাউজান।

বহমান উন্নয়নের স্রোতধারার ফলশ্রুতিতে দেশ-বিদেশের কাছে রাউজানের সুনাম দিন দিন ছড়িয়ে পড়েছে।