সংবাদ শিরোনাম ::
শাহজাদপুরে আওয়ামীলীগের সাবেক দুই এমপির বিরুদ্ধে চাঁদাবাজি মামলা বেলকুচিতে দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ  শাহজাদপুরে অটোবাইক ছিনতাই চক্রের ৬ জন আটক ৭ নভেম্বর না আসলে বাংলাদেশ বিলীন হয়ে যেত: বাউবি উপাচার্য বেলকুচির সেন ভাঙ্গাবাড়ী বাজার মসজিদের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন “জয় বাংলা” স্লোগান দেওয়ায় সাবেক পিপি-কে গণপিটুনি, পুলিশে সোপর্দ উলিপুরে শিক্ষকদের বিরুদ্ধে ভোট কেন্দ্র মেরামতের টাকা আত্নসাতের অভিযোগ খাজা শাহ্ এনায়েতপুরী (রহ:) এর ১১০ তম ওরছ শরীফের দাওয়াত পত্র বিতরণ  রাজশাহীর মাঠে স্পীড স্কেটিংয়ে বগুড়ার স্কেটারদের ৩টি স্বর্ণপদক সহ ৮ পদক অর্জন এনায়েতপুরে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি উপলক্ষে আলোচনা সভা

‘বিশ্বের দীর্ঘতম ৭ নদী’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪১:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ৭ ফেব্রুয়ারী ২০২৪ ১০১ বার পড়া হয়েছে

বাংলা পোর্টাল: বাংলাদেশ নদীমাতৃক দেশ। ছোট-বড় প্রায় ৯০০ নদ-নদী আছে এ দেশে। কোনো কোনোটার দৈর্ঘ্য প্রায় ৬০০ কিলোমিটার। কিন্তু বিশ্বের সবচেয়ে দীর্ঘতম নদীগুলোর তুলনায় তা সামান্যই বলা যায়। যেমন পদ্মা নদীর দৈর্ঘ্য ৩৪৫ কিলোমিটার, মেঘনা ১৫৬ কিলোমিটার। পৃথিবীতে প্রায় ১ লাখ ৫০ হাজার নদী রয়েছে (তবে বাংলাদেশের মতো এগুলোকে নদ বা নদী হিসেবে আলাদা করা হয় না)। এর মধ্যে সবচেয়ে বড় নদী কোনগুলো, তা জানার চেষ্টা করব এ লেখায়।

নীল নদ: বিশ্বের সবচেয়ে বড় নদী আফ্রিকার নীল নদ। এর দৈর্ঘ্য প্রায় ৬ হাজার ৬৫০ কিলোমিটার। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডেও বিশ্বের দীর্ঘতম নদী এটি। এর দুটি উপনদী রয়েছে। শ্বেত নীল নদ ও নীলাভ নীল নদ। তানজানিয়া, ভিক্টোরিয়া হ্রদ, উগান্ডা ও দক্ষিণ সুদানের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে সুদানে প্রবেশ করেছে। উপনদী দুটি সুদানের রাজধানী খার্তুমের কাছে মিলিত হয়েছে।’

আমাজন নদী: পেরু, কলম্বিয়া ও ব্রাজিলের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে আমাজন নদী। নীল নদ বিশ্বের দীর্ঘতম নদী হিসেবে স্বীকৃত হলেও অনেকে তা মানতে নারাজ। তাদের মতে বিশ্বের দীর্ঘতম নদী আসলে আমাজন। সম্পূর্ণ দক্ষিণ আমেরিকা মহাদেশের ৪০ শতাংশ জুড়ে রয়েছে এটি। বিশেষজ্ঞদের মতে, আমাজন নদীর দৈর্ঘ্য ৬ হাজার ৫০০ কিলোমিটার।

ছাং চিয়াং নদী: চীনের ছাং চিয়াং বা ইয়াং ৎসি চিয়াং বিশ্বের তৃতীয় বৃহত্তম নদী। এটি তিব্বতের ছিয়াং হাই মালভূমি অঞ্চল থেকে প্রবাহিত হয়ে সাংহাইয়ের কাছাকাছি পূর্ব চীন সাগরে পতিত হয়েছে। এশিয়ার দীর্ঘতম এ নদীর দৈর্ঘ্য ৬ হাজার ৩০০ কিলোমিটার। তবে একক দেশের মধ্যে প্রবাহিত দীর্ঘতম নদী এটি। এর ৭০০-এর বেশি উপনদী আছে।’

মিসিসিপি নদী: মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দ্বীর্ঘতম নদী মিসিসিপি। এ নামের অর্থ মহানদী। মিসিসিপি, মিসৌরি ও জেফারসন নদী নিয়ে গঠিত মিসিসিপি নদীব্যবস্থা বিশ্বে চতুর্থ দীর্ঘতম। এটি ৬ হাজার ২৭৫ কিলোমিটার দীর্ঘ। যুক্তরাষ্ট্রের ৩১টি রাজ্য ও কানাডার দুটি প্রদেশের মধ্য দিয়ে এই নদী প্রবাহিত হয়েছে।

ইয়েনিসেই নদী: সাইবেরিয়ার ইয়েনিসেই নদীর দৈর্ঘ্য ৫ হাজার ৫৩৯ কিলোমিটার। নদীটি রাশিয়ার সায়ান পর্বতমালায় একটি গভীর গিরিখাত ও মঙ্গোলিয়ার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। আর্কটিক মহাসাগরে প্রবাহিত দীর্ঘতম নদী এটি। বিশ্বের গভীরতম নদীগুলোর মধ্য অন্যতম।

হোয়াংহো নদী: চীনের এই নদীটি দ্য ইয়ালো রিভার বা হলুদ নদী নামেও পরিচিত। চীনা ভাষায় হোয়াংহো শব্দের অর্থ হলুদ। চীনের দ্বিতীয় বৃহত্তম নদীটির দৈর্ঘ্য ৫ হাজার ৪৬৪ কিলোমিটার। চীনের নয়টি প্রদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে পোহাই উপসাগরে গিয়ে প্রবাহিত হয়েছে। এ নদীতে সবচেয়ে বেশি পলি মাটি রয়েছে। প্রতি ঘনফুটে আছে প্রায় ১ কেজি পলিমাটি।

ওব নদী: রাশিয়ার সাইবেরিয়ায় অবস্থিত ওব নদী। এর উৎপত্তি হয়েছে সাইবেরিয়ার আলতাই পর্বতমালার ঢালে। ৩ হাজার ৬৮০ কিলোমিটার দীর্ঘ নদীটি প্রবাহিত হয়ে উত্তর মহাসাগরের ওব উপসাগরে পতিত হয়েছে। শীতকালে এ নদীর পানি জমে বরফ হয়ে যায়। ফলে যাতায়াত ব্যবস্থায় চরম ভোগান্তি হয়।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

‘বিশ্বের দীর্ঘতম ৭ নদী’

আপডেট সময় : ১০:৪১:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ৭ ফেব্রুয়ারী ২০২৪

বাংলা পোর্টাল: বাংলাদেশ নদীমাতৃক দেশ। ছোট-বড় প্রায় ৯০০ নদ-নদী আছে এ দেশে। কোনো কোনোটার দৈর্ঘ্য প্রায় ৬০০ কিলোমিটার। কিন্তু বিশ্বের সবচেয়ে দীর্ঘতম নদীগুলোর তুলনায় তা সামান্যই বলা যায়। যেমন পদ্মা নদীর দৈর্ঘ্য ৩৪৫ কিলোমিটার, মেঘনা ১৫৬ কিলোমিটার। পৃথিবীতে প্রায় ১ লাখ ৫০ হাজার নদী রয়েছে (তবে বাংলাদেশের মতো এগুলোকে নদ বা নদী হিসেবে আলাদা করা হয় না)। এর মধ্যে সবচেয়ে বড় নদী কোনগুলো, তা জানার চেষ্টা করব এ লেখায়।

নীল নদ: বিশ্বের সবচেয়ে বড় নদী আফ্রিকার নীল নদ। এর দৈর্ঘ্য প্রায় ৬ হাজার ৬৫০ কিলোমিটার। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডেও বিশ্বের দীর্ঘতম নদী এটি। এর দুটি উপনদী রয়েছে। শ্বেত নীল নদ ও নীলাভ নীল নদ। তানজানিয়া, ভিক্টোরিয়া হ্রদ, উগান্ডা ও দক্ষিণ সুদানের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে সুদানে প্রবেশ করেছে। উপনদী দুটি সুদানের রাজধানী খার্তুমের কাছে মিলিত হয়েছে।’

আমাজন নদী: পেরু, কলম্বিয়া ও ব্রাজিলের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে আমাজন নদী। নীল নদ বিশ্বের দীর্ঘতম নদী হিসেবে স্বীকৃত হলেও অনেকে তা মানতে নারাজ। তাদের মতে বিশ্বের দীর্ঘতম নদী আসলে আমাজন। সম্পূর্ণ দক্ষিণ আমেরিকা মহাদেশের ৪০ শতাংশ জুড়ে রয়েছে এটি। বিশেষজ্ঞদের মতে, আমাজন নদীর দৈর্ঘ্য ৬ হাজার ৫০০ কিলোমিটার।

ছাং চিয়াং নদী: চীনের ছাং চিয়াং বা ইয়াং ৎসি চিয়াং বিশ্বের তৃতীয় বৃহত্তম নদী। এটি তিব্বতের ছিয়াং হাই মালভূমি অঞ্চল থেকে প্রবাহিত হয়ে সাংহাইয়ের কাছাকাছি পূর্ব চীন সাগরে পতিত হয়েছে। এশিয়ার দীর্ঘতম এ নদীর দৈর্ঘ্য ৬ হাজার ৩০০ কিলোমিটার। তবে একক দেশের মধ্যে প্রবাহিত দীর্ঘতম নদী এটি। এর ৭০০-এর বেশি উপনদী আছে।’

মিসিসিপি নদী: মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দ্বীর্ঘতম নদী মিসিসিপি। এ নামের অর্থ মহানদী। মিসিসিপি, মিসৌরি ও জেফারসন নদী নিয়ে গঠিত মিসিসিপি নদীব্যবস্থা বিশ্বে চতুর্থ দীর্ঘতম। এটি ৬ হাজার ২৭৫ কিলোমিটার দীর্ঘ। যুক্তরাষ্ট্রের ৩১টি রাজ্য ও কানাডার দুটি প্রদেশের মধ্য দিয়ে এই নদী প্রবাহিত হয়েছে।

ইয়েনিসেই নদী: সাইবেরিয়ার ইয়েনিসেই নদীর দৈর্ঘ্য ৫ হাজার ৫৩৯ কিলোমিটার। নদীটি রাশিয়ার সায়ান পর্বতমালায় একটি গভীর গিরিখাত ও মঙ্গোলিয়ার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। আর্কটিক মহাসাগরে প্রবাহিত দীর্ঘতম নদী এটি। বিশ্বের গভীরতম নদীগুলোর মধ্য অন্যতম।

হোয়াংহো নদী: চীনের এই নদীটি দ্য ইয়ালো রিভার বা হলুদ নদী নামেও পরিচিত। চীনা ভাষায় হোয়াংহো শব্দের অর্থ হলুদ। চীনের দ্বিতীয় বৃহত্তম নদীটির দৈর্ঘ্য ৫ হাজার ৪৬৪ কিলোমিটার। চীনের নয়টি প্রদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে পোহাই উপসাগরে গিয়ে প্রবাহিত হয়েছে। এ নদীতে সবচেয়ে বেশি পলি মাটি রয়েছে। প্রতি ঘনফুটে আছে প্রায় ১ কেজি পলিমাটি।

ওব নদী: রাশিয়ার সাইবেরিয়ায় অবস্থিত ওব নদী। এর উৎপত্তি হয়েছে সাইবেরিয়ার আলতাই পর্বতমালার ঢালে। ৩ হাজার ৬৮০ কিলোমিটার দীর্ঘ নদীটি প্রবাহিত হয়ে উত্তর মহাসাগরের ওব উপসাগরে পতিত হয়েছে। শীতকালে এ নদীর পানি জমে বরফ হয়ে যায়। ফলে যাতায়াত ব্যবস্থায় চরম ভোগান্তি হয়।’