রাজধানীতে গ্যাস বিস্ফোরণে দগ্ধ এক পরিবারের ছয়
- আপডেট সময় : ১১:২৬:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ এপ্রিল ২০২৪ ৭৭ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর একটি বাসায় লিকেজ থেকে জমে থাকা গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ওই বাড়ির নারী ও শিশুসহ এক পরিবারের ছয় জন দগ্ধ হয়েছে। তাদের উদ্ধার করে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে ভর্তি করা হয়েছে।’
শুক্রবার ভোর চারটার দিকে পশ্চিম ভাসানটেকের নতুন বাজার কালভার্ট রোডের ৪/১৩ নং এল বাড়ির নিচ তলায় একটি রুমে এ ঘটনা ঘটে।’
স্থানীয় সূত্র বলছে, ভোরে বাড়ির কেয়ারটেকার কয়েল ধরাতে গেলে জমে থাকা গ্যাসে বিস্ফোরণ ঘটে।
দগ্ধরা হলেন-মেহেরুন্নেছা (৬৫), তার পুত্র লিটন (৫২), পুত্রবধূ সূর্য বানু (৩০), নাতি সুজন (৯), নাতনি লামিয়া (৭), লিজা (৮)।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম বলেন, দগ্ধদের মধ্যে মেহরুন্নেসার ৪৭ শতাংশ, সূর্য বানু ৮২ শতাংশ, লামিয়া ৫৫ শতাংশ, লিটন ৬৭ শতাংশ, লিজার ৩০ শতাংশ ও সুজনের ৪৩ শতাংশ দগ্ধ হয়েছে। বর্তমানে তাদের জরুরি বিভাগের অবজারভেশনে রাখা হয়েছে। সবার অবস্থাই আশঙ্কজনক।’