বগুড়ায় শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শনী,পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৭:১৫:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ জুন ২০২৪ ৭৬ বার পড়া হয়েছে
বাংলা পোর্টাল: বগুড়ায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে পুন্ড্রনগর চলচ্চিত্র সংসদ আয়োজিত ৪র্থ বগুড়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৪ এর পোষ্টার অংকন প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন, শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শনী ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার বগুড়া জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে বিকেল ৫:৩০ মিনিটে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় আতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি আজিজুল হক কলেজের সাবেক উপাধক্ষ্য কবি জানাব খৈয়াম কাদের, আমর্ড পুলিশ ব্যাটেলিয়নের সাবেক অধ্যক্ষ কবি শোয়েব শাহরিয়ার, বেসরকারী কলেজ শিক্ষক সমিতি বগুড়া জেলার সভাপতি অধ্যক্ষ জনাব আবুল কালাম আজাদ, বীট পলিটেকনিকের উপাধাক্ষ কবি বজলুর করিম বাহার, বগুড়া রোলার স্কেটিং ক্লাবের প্রতিষ্ঠাতা ও কোচ মো: আশরাফুল ইসলাম রহিত, সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়ার সাধারণ সম্পাদক আবু সাইদ সিদ্দিকী, কবি জয়ন্ত দেব, অভিনেতা সাদেকুর রহমান সুজন, নিভা রানী প্রমূখ।
আলোচনা শেষে সুপিন বর্মন পরিচালিত ২টি শিশুতোষ চলচ্চিত্র “আ লেটার অব পোস্ট মাস্টার” ও “দ্যা রান” প্রদর্শিত হয়। উল্লেখ্য, রবিন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প পোস্ট মাস্টার অবলম্বনে নির্মিত “আ লেটার অব পোস্ট মাস্টার” ইতি মধ্যেই সুধিমহলে ব্যাপক প্রসংশিত হয়েছে। এছাড়াও স্কেটিং নিয়ে নির্মিত বিশ্বের একমাত্র স্বল্পদৈর্ঘ্য শিশুতোষ চলচ্চিত্র “দ্যা রান” এখন পর্যন্ত ৬টি আন্তর্জাতিক পুরস্কার অর্জন করতে সক্ষম হয়েছে। অনুষ্ঠানে আগত অতিথি ও দর্শক চলচ্চিত্র দু’টি দেথে সুপিন বর্মনের নির্মান শৈলীর ভূয়সী প্রশংসা করেন।
প্রদর্শনী শেষে বাংলাদেশের সকল শিল্পকলার মধ্যে কার্যক্রমের মাধ্যমে বগুড়া জেলা শিল্পকলা একাডেমি সেরা নির্বাচিত হওয়ায় জেলা কালচারাল অফিসার শাহাদৎ হোসেনকে পুন্ড্রনগর চলচ্চিত্র সংসদের পক্ষ থেকে ক্রেষ্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয়। পরে বগুড়া রোলার স্কেটিং ক্লাবের পক্ষ থেকেও তাকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপণ করা হয়েছে।
পুন্ড্রনগর চলচ্চিত্র সংসদ আয়োজিত ৪র্থ বগুড়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৪ এর পোষ্টার অংকন প্রতিযোগীতায় যারা বিজয়ী : ক-বিভাগের বিজয়ী মো: নাঈফ ওয়াসীত্ব (১ম শ্রেণী) খ-বিভাগের বিজয়ী মো: তানী আহম্মেদ সাইফ (৪র্থ শ্রেণী) গ-বিভাগের বিজয়ী মৌমিতা ভৌমিক (৬ষ্ঠ শ্রেণী) ঘ-বিভাগের বিজয়ী মাধূর্য্য ভৌমিক (১০ম শ্রেণী)
অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন দিশারী গ্রুপ এর এমডি এম রহমান সাগর এবং স্বাগত বক্তব্য প্রদান করেন চলচ্চিত্র নির্মাতা ও পুন্ড্রনগর ফিল্ম সোসাইটির সাধারণ সম্পাদক সুপিন বর্মন। সম্পূর্ণ আনুষ্ঠানটি পরিচালনা করেন অভিনেতা বিধান রায়।