রাজশাহী কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণির ২০২৪ সালের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
- আপডেট সময় : ০৯:৫১:৫১ অপরাহ্ন, রবিবার, ২৩ জুন ২০২৪ ৭২ বার পড়া হয়েছে
তানজিলা আক্তার রাজশাহী, প্রতিনিধি: বাংলাদেশের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রাজশাহী কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণির ২০২৪ সালের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৩ জুন) সকাল ১০ টায় রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাঃ আব্দুল খালেক-এর সভাপতিত্বে এ সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইব্রাহিম আলী, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর আব্দুল্লাহ আল মাহমুদ, দ্বাদশ শ্রেণির আহ্বায়ক উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাহ মোঃ মাহবুব আলম । আরও উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ এবং শিক্ষকমণ্ডলী।
অনুষ্ঠানের প্রথম পর্বে মডেল টেস্ট পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয় এবং কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়।
সভাপতির বক্তব্যে প্রফেসর মোহাঃ আব্দুল খালেক বলেন, শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে রাজশাহী কলেজের একটি স্বাতন্ত্র্য আছে। আছে গৌরবময় উজ্জ্বল ইতিহাস। আশা করছি তোমরা রাজশাহী কলেজের এই অনন্য গৌরবকে হৃদয়ে ধারণ করে কাঙ্খিত ফলাফল উপহার দিবে এবং নতুন সাফল্যের গল্প তৈরি করবে।
এছাড়াও কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইব্রাহিম আলী সময়োপযোগী সঠিক সিদ্ধান্ত গ্রহণ ও কঠোর পরিশ্রমের মাধ্যমে প্রত্যাশিত ফলাফল অর্জনের বিষয়ে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করেন এবং পরীক্ষার্থীদের টাইম ম্যানেজমেন্টের বিষয়টিকে গুরুত্ব দিতে বলেন।
শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর আব্দুল্লাহ আল মাহমুদ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, প্রতিযোগিতাপূর্ণ এই বিশ্বে শুধু জিপিএ-৫ অর্জন করলেই চলবে না, দায়িত্ব ও ভালোবাসা দিয়ে লেখাপড়া করতে হবে, তাহলে কোন প্রতিযোগিতাই প্রতিবন্ধকতা হয়ে দাঁড়াবে না।
অনুষ্ঠানের আহ্বায়ক ড. শাহ মোঃ মাহবুব আলম তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, যারা নিয়মিত অনুশীলন করেছো আশা করি, পরীক্ষায় সেই কঠোর পরিশ্রমের ফল তোমরা উপভোগ করবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য প্রদান করেন, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোহাম্মদ নাফিজ, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. শিখা সরকার, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ সেরাজ উদ্দীন।
অনুষ্ঠান শেষে কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাঃ আব্দুল খালেক শিক্ষার্থীসহ সকলের প্রতি কৃতজ্ঞতা ও আন্তরিক অভিনন্দন জানান। সবশেষে শিক্ষার্থীদের সাফল্য কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।