শহীদ ছাত্র-জনতার আত্মার মাগফিরাত কামনায় তাড়াশে বিএনপির দোয়া ও মিলাদ মাহফিল
- আপডেট সময় : ০৮:৪৪:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪ ৩৫ বার পড়া হয়েছে
হাদিউল হৃদয়, তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ছাত্র-জনতার আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থ্যতা কামনায় দোয়া-মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরে উপজেলার বস্তুল ইসাহাক উচ্চ বিদ্যালয়ে মাঠে বারুহাস ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির নির্বাহী সদস্য রাহিদ মান্নান লেলিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, তাড়াশ উপজেলা বিএনপির সভাপতি স.ম আফসার আলী, সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আমিনুর রহমান টুটুল।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, তাড়াশ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মো. দুলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক প্রভাষক সাইদুর রহমান, জিয়াউর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক প্রভাষক ওবায়দুর রহমান, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক বেনজির আহমেদ শফি, বিএনপির নেতা অধ্যাপক আব্দুল হাকিম, ডা. নজিবর রহমান, মোজদার হোসেন, ফরিদুল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক এফএম শাহআলম, সিনিয়র যুগ্ম আহবায়ক রাজিব আহমেদ মাসুম, যুগ্ম সম্পাদক শুকুর মির্জা, তারেক আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. শাহাদৎ মন্ডল, উপজেলা ছাত্রদলের আহব্বায়ক জাহিদ ফকির, সদস্য সচিব খন্দকার শাহাদৎ হোসাইন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হাসান মির্জা, পৌর ছাত্রদলের আহবায়ক মো. মুহিদ, বারুহাস ইউনিয়ন ছাত্রদের সভাপতি সাকিবুল হাসান প্রমূখ।
পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থীদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।