এনায়েতপুরে বীর মুক্তিযোদ্ধা দিলীর আহমেদের ৪র্থ তম মৃত্যু বার্ষিকী পালিত
- আপডেট সময় : ১১:০৮:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০২৪ ৬২ বার পড়া হয়েছে
ইয়াহিয়া খান, এনায়েতপুর প্রতিনিধি: সিরাজগঞ্জের এনায়েতপুরে রুপসী গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা, জেলা বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক, এনায়েতপুর থানা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, খুকনী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দিলীর আহমেদ এর ৪র্থ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ আগষ্ট) বিকাল সাড়ে ৩ টায় ৬ নম্বর ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোঃ রেজাউল হক রেজেক এর সভাপতিত্বে রুপসী গ্রামের নিজ বাড়ির প্রাঙ্গণে এ আয়োজন করা হয়েছে।
৬নং ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে সঞ্চালনায় খুকনী ইউনিয়ন বিএনপির যুগ্ন আহ্বায়ক মোঃ জানে আলম ভূঁইয়া।
এসময় উপস্হিত ছিলেন, এনায়েতপুর থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ রওশন আলী মন্টু সরকার, সদস্য সচিব মনজুর রহমান মুঞ্জু শিকদার। থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুস সালাম, মোঃ সাইদুল ইসলাম, বিজয় আহমেদ, থানা বিএনপির সদস্য মোঃ আতাউর রহমান থানা যুবদলের সদস্য সচিব মোঃ সাইদুল ইসলাম রাজ, এনায়েতপুর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহাম্মদ আলী সরকার, যুগ্ম আহবায়ক মোঃ হযরত আলী বেপারী, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মজনু ফকির ও ৬নং ওয়ার্ড বিএনপি সাংগঠনিক সম্পাদক মোঃ ওসমান ভূঁইয়া। এনায়েতপুর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ শাহরিয়ার ইমন, যু্গ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন, জালালপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্নআহ্বায়ক মোঃ ওসমানগনি, শামিম, এনায়েতপুর থানা ছাত্রদলের আহ্বায়ক কামরুল হাসান সোহাগ প্রমুখ।
পরিশেষে, দিলীর আহমেদের রুহের মাগফেরাত ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।