এনায়েতপুরে শ্রমিক দলের সেলিম রেজার আয়োজনে সাংগঠনিক আলোচনা সভা
- আপডেট সময় : ১১:২৭:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪ ৩৩ বার পড়া হয়েছে
ইয়াহিয়া খান, এনায়েতপুর প্রতিনিধি: সিরাজগঞ্জের এনায়েতপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদদের আত্মার মাগফেরাত ও বিএনপির সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থা কামনা করে মিলন মেলা ও সাংগঠনিক আলোচনা সভা এবং দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ আগস্ট’) রাত সাড়ে ৯ টার দিকে এনায়েতপুর থানা শ্রমির দলের সভাপতি মোঃ ছানোয়ার শেখ এর সভাপতিত্বে থানার শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম রেজার নিজ বাসার ছাদে এ আয়োজন করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,এনায়েতপুর থানা বিএনপির সদস্যসচিব মোঃ মুনজুর রহমান মুঞ্জ শিকদার। আরো উপস্থিত ছিলেন, থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ সাইদুল ইসলাম, মোঃ বিজয় আহমেদ, থানা যুবদলের সদস্যসচিব মোঃ সাইদুল ইসলাম রাজ, সেচ্ছাসেবকদলের আহ্বায়ক মোঃ শাহরিয়ার ইমন, শ্রমিকদলের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল সরকার, জেলা মৎস্য দলের প্রচার সম্পাদক রবিউল সরকার। থানা ছাত্রদলের আহ্বায়ক কামরুল হাসান সোহাগ, ১নং সৌদিয়া চাঁদপুর ইউনিয়ন বিএনপির সদস্য এস এম আবু তালেব, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলাম। খামারগ্রাম ওর্য়াড বিএনপির সভাপতি মোঃ শাহ আলম মোল্লা, মোঃ হাসান আলী মেম্বার প্রমুখ।
এসময় একান্তভাবে সেলিম রেজা বলেন, আমি এনায়েতপুর থানা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক। গত ১৫ বছর স্বৈরাচার হাসিনা সরকার আমাদের সকলকে একত্রিত হয়ে সভা সমাবেশ করতে দেওয়া হয়নি। আজ স্বৈরতন্ত্রের পতন হয়েছে। আমরা সবাই একত্রিত হয়ে, ছাদের উপর সাংগঠনিক আলোচনা সভা করলাম। সকলকে এক সাথে পেয়ে, আমার অনেক ভালো লাগছে।