খাজা মেডিকেল প্রতিষ্ঠাতা ডাঃ আমজাদ হোসেনের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প
- আপডেট সময় : ০৫:২৯:২০ অপরাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪ ২১ বার পড়া হয়েছে
ইয়াহিয়া খান এনায়েতপুর সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের এনায়েতপুর খাজা ইউনুস আলী কমপ্লেক্স ও ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড এর প্রতিষ্ঠাতা ডাঃ মীর মোহাম্মদ আমজাদ হোসেন-এর ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফ্রী মেডিকেল ক্যাম্প বেলকুচি আলহাজ সিদ্দিকী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯সেপ্টেম্বর’) সকাল ১০ টা থেকে দিনব্যাপী গরিব, দুস্থ ও অসহায় প্রায় ৩০০ রুগীর মাঝে বিনামূল্যে চিকিৎসা প্রদান ও ঔষধ বিতরণ করা হয়েছে। খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের ২২ জন বিভিন্ন বিভাগের অভিজ্ঞ ডাক্তার দ্বারা এই ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়।
খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের অভিজ্ঞ ডাঃ প্রফেসর মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই বেলকুচিতে ফ্রি ক্যাম্পের আয়োজন করা হয়েছে। আমাদের এখানে বিনামূল্যে কিছু পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। এবং ঔষধ বিনামূল্যে দেওয়া হচ্ছে। যে সমস্ত রোগীরা চিকিৎসা থেকে বঞ্চিত টাকার অভাবে চিকিৎসা নিতে পারছে না। তাদের জন্য এই ফ্রি ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
চিকিৎসা নিতে আসা এক বৃদ্ধ রোগীর সাথে কথা বললে তিনি বলেন, এনায়েতপুর খাজা হসপিটাল থেকে ফ্রী চিকিৎসা ও ঔষধ দিচ্ছে। তাই আমি চিকিৎসা নিতে আসছি। টাকা দিয়ে তো ঔষধ কিনতে পারেনা।